ব্রাহ্মণবাড়িয়ায় টিসিবিরর পণ্য খোলাবাজারে বিক্রির অভিযোগে মঙ্গলবার রাতে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম মশিউজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় দুই দোকানিকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম মশিউজ্জামান জানান, টিসিবির পণ্য শুধু মাত্র নির্ধারিত ডিলারই বিক্রয় করতে পারবেন। তবে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের মোহাম্মদপুর বাজারে বিভিন্ন মুদির দোকানে টিসিবির পণ্য বিক্রি হচ্ছে বলে খবর আসে। ওই খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন