করোনাভাইরাসের প্রভাবে জয়পুরহাটে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জয়পুরহাট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দীন মন্ডল।
বুধবার দুপুরে জয়পুরহাট সদরের বম্বু ইউনিয়নের হানাইল ঈদগাহ মাঠে ৩ হাজার ৫শ অসহায় কর্মহীন, অসহায় মানুষের মাঝে চাল, ডাল, আলু, তেল, ছোলা বুট, লবণ এবং গুড়া সাবান বিতরণ করা হয়।
এ সময় জয়পুরহাট চেম্বর অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ারুল হক আনু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিয়র রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহানেওয়াজ শুভ্র উপস্থিত ছিলেন। মমতাজ উদ্দীন জানান, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পর্যায়ক্রমে জেলার সকল উপজেলায় এমন খাদ্যসমগ্রীর প্যাকেট বিতরণ অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/আল আমীন