করোনায় সামাজিক দূরুত্ব নিশ্চিত করতে সাতক্ষীরায় পুলিশ সুপার ড্রোন ব্যবহার করে জেলায় ব্যাপক সাড়া ফেলেছেন। বিষয়টিকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।
সামাজিক দূরুত্ব নিশ্চিত ও জনসমাগম ঠেকাতে গত ১৭ এপ্রিল কলারোয়া থানার বিভিন্ন হাটবাজারে পরীক্ষামূলক প্রথম এই তথ্য প্রযুক্তির ব্যবহার শুরু করে জেলা পুলিশ। এ ঘটনায় এলাকায় সাড়া পড়তে থাকে। ড্রোনে ধারনকৃত ছবি ও ভিডিও তাৎক্ষনিক জেলা পুলিশ সুপার ও পুলিশের কম্পিউটারে চলে আসে। সেখান থেকে মনিটরিংয়ের মাধ্যমে সরাসরি কাজ করছে পুলিশ।
পরীক্ষামূলক কলারোয়া থানা পুলিশ এই প্রযুক্তি ব্যবহারের পর থেকে বিভিন্ন এলাকার হাট-বাজার ও চায়ের দোকানে অহেতুক আড্ডাবাজি কমে গেছে। এরপর সাতক্ষীরা সদর, দেবহাটা ও কালিগঞ্জ থানায় অত্যাধুনিক তথ্য প্রযুক্তির এই ড্রোন ব্যবহার করা হয়।
সাতক্ষীরা জেলা পুরিশ সুপার এবিএম মোস্তাফিজুর রহমান পিপি এম (বার) জানান, ড্রোন ব্যবহারে জেলা পুলিশ সুফল পাচ্ছে। ড্রোন ব্যবহার করে বিভিন্ন হাট-বাজার থেকে তাৎক্ষনিক ভাবে অপ্রয়োজনে ঘোরাফেরা করায় এ যাবত ৩০ জনকে জরিমানা ও শাস্তি প্রদান করা হয়েছে। আগামীকাল শ্যামনগর থানায় এই তথ্য প্রযুক্তি ব্যবহার করে সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে অভিযান পরিচালনা করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল