কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১৪০০ জন দরিদ্র মানুষকে খাদ্য সহায়তা দিয়েছেন নারান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি শফিকুল ইসলাম শফিক। আজ বুধবার সকালে নারান্দি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ।
দরিদ্র নারী-পুরুষ সকলকে সামাজিক দূরত্ব মেনে নিরাপদ দূরত্বে বসিয়ে প্রত্যেকের হাতে খাদ্যের প্যাকেট তুলে দেওয়া হয়। প্রত্যেককে ২০ কেজি চাল ও ৫ কেজি আলু দেওয়া হয়।
করোনা ভাইরাসের প্রকোপে কর্মহীন হয়ে পড়া নারান্দি ইউনিয়নের ১৪০০ মানুষকে এ সহায়তা দেওয়া হয়। আগামীতেও এ সহায়তা অব্যাহত থাকবে বলে ভিপি শফিক জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার