নরসিংদীতে করোনাভাইরাসে আক্রান্তদের বাড়ি গিয়ে জীবানুনাশক পানি ছিটানোর কার্যক্রম শুরু করেছে নরসিংদী ফার্য়ার সার্ভিস। প্রাণহানী রুখতে আক্রান্তদের বাড়ি ও তাদের আশপাশের বাড়ি ও এলাকায় জীবানুনাশক ছিটানো হচ্ছে। একই সাথে নরসিংদী শহর রাস্তাঘাটসহ অলিগলি জীবানুমুক্ত রাখতে প্রতিদিন দুই বেলা করে জীবানুনাশক পানি ছিটানো হচ্ছে।
আজ বুধবার সকাল থেকে নরসিংদী ফার্য়ার সার্ভিসের উদ্যোগে পৌর শহরের হেমেন্দ্র সাহার মোড় সংলগ্ন এলাকায় নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর বাসা থেকে এই কার্যক্রম শুরু করেন। পরে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালায়সহ প্রধান প্রধান সড়ক ও শহরের অলিগলি ঘুরে ঘুরে রাস্তাঘাটসহ কোভিড-১৯ এ আক্রান্তদের বাড়ী বাড়ী গিয়ে এই জীবানুনাশক পানি ছিটানো হয়।
নরসিংদী ফার্য়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ইনচার্জ শাহিন আলম জানিয়েছেন, ক্রমেই নোভেল করোনাভাইরাস সারা বিশ্বের মধ্যে মহামারির আকার ধারন করেছে। এর হাত থেকে নরসিংদীও বাদ যায়নি। তাই করোনাভাইরাস মোকাবেলা ও প্রতিরোধের জন্য শহরব্যাপী জীবানুনাশক ছিটানোর কার্যক্রম চলছে।
বিডি প্রতিদিন/হিমেল