বগুড়ার সারিয়াকান্দির যমুনার চরে পূর্ব বিরোধের জের প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ আজ বুধবার সকালে লাশ উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার কর্নিবাড়ি ইউনিয়নের যমুনা নদীর দুর্গম শনপচার চরে এই ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম আকন্দ (৪০) একজন কৃষক। এঘটনায় আহত হয়েছেন আরো দুজন।
স্থানীয়রা জানান, শনপচার চরে জমি নিয়ে বিরোধ ছিল দুই পক্ষের মধ্যে। জমিজমা নিয়ে বিরোধ ছাড়াও সপ্তাহখানেক আগে সালিসে কথাকাটাকাটি হয় দুই পক্ষের। এসবের জেরে মঙ্গলবার সন্ধ্যায় শনপচার বাজারে হামলার ঘটনা ঘটে। এ সময় ধারালো ফলার আঘাতে নিহত হন শহিদুল।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল আমিন বলেন, খবর পেয়ে দূর্গম চর থেকে আজ বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার