গোপালগঞ্জে এক পুলিশ সদস্যসহ নতুন করে আরও দুই জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে ১৭ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩২।
আজ বুধবার দুপুরে গোপালগঞ্জের সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ জানান, নতুন করে গোপালগঞ্জের মুকসুদপুর থানার এক পুলিশ সদস্য ও গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল গ্রামের এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়। ওই যুবক সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে গোপালগঞ্জে এসেছে। আক্রান্তদের আইসোলেশনে নেয়া হয়েছে।
এর আগে জেলায় ৩০ জন করোনা রোগী শনাক্ত হয়। এর মধ্যে মুকসুদপুর থানার ১৬ পুলিশ সদস্য, কাশিয়ানী উপজেলায় ৪ জন, গোপালগঞ্জ সদর উপজেলায় ৪ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৫ জন ও কোটালীপাড়া উপজেলায় ১ জন।
বিডি প্রতিদিন/ফারজানা