ময়মনসিংহের হালুয়াঘাটে পৃথকস্থানে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে বজ্রপাতে প্রাণ হারান উপজেলার পশ্চিম কুতিকুড়া গ্রামের আহম্মদ আলীর পুত্র আ. হান্নান (৪২) ও কড়ইতলী গ্রামের মৃত তৈয়ব আলীর পুত্র আবুল কাশেম (৫০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত হান্নান প্রতিদিনের মত গরুর জন্য ঘাস কাটতে মাঠে বের হন। হঠাৎ শুরু হওয়া বৃষ্টি ও ব্রজপাতের সম্ভাবনা দেখে মাঠে পাশেই একটি গাছের পাশে অবস্থান নেন। ঠিক তখনি ব্রজপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ও গাছটি ফেটে যায়।
অপরদিকে আবুল কাশেম নিজ শসা ক্ষেতে কাজ করছিলেন। এ অবস্থায় বজ্রপাতে আহত হলে স্থানীয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ (ওসি) বলেন, দুটি ঘটনায় অপমৃত্যু ডায়েরি প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/ফারজানা