প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের উদ্যোগে তিন শতাধিক প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীর কর্মহীন অভিভাবক ও দুস্থদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে সলঙ্গা থানার নলকা পুর্ব মথুরাপুর বুদ্ধি অটিস্টিক-প্রতিবন্ধী বিদ্যালয় ও প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
প্রতিষ্ঠানটির সভাপতি হাফিজুল ইসলামসহ শিক্ষকরা ত্রাণসামগ্রী আটা, সাবান ও মাস্ক কর্মহীনদের হাতে তুলে দেন। এ সময় প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক শিক্ষক আজমিয়ারা খাতুন, শিক্ষক জামিল হোসেন, সহকারি শিক্ষক মনিরুল ইসলাম, রাকিবুল ইসলাম, মনোয়ারা খাতুন, সালমা খাতুন, মোতালেব হোসেন, ময়নুল ইসলাম, মুক্তি খাতুন, আয়শা খাতুন ও রেহানা খাতুন উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন