নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গোদনাইলের ইব্রাহীম টেক্সটাইল মিলের শ্রমিক কলোনির ২৫০ জন পরিবার তাদের বিদ্যুৎ সংযোগ ফিরে পেয়েছেন। নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের হক্ষক্ষেপে এ বিদ্যুৎ সংযোগ ফিরে পান তারা। বুধবার দুপুরে কিল্লারপুলস্থ ডিপিডিসি কর্তৃপক্ষ এ বিদ্যুৎ সংযোগ দেন। ফলে ২৫০ পরিবারের চরম দুর্ভোগ থেকে রেহাই পেলেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ডের কাউন্সিলর ইফতেখার আলম খোকন বলেন, দীর্ঘদিন ধরে গোদনাইলের ইব্রাহীম টেক্সটাইল মিলের শ্রমিক কলোনিতে বিদ্যুৎহীনভাবে ২৫০ জন পরিবার দুর্ভোগের মধ্যে বসবাস করে আসছে। ভুক্তভোগীরা বিষয়টি আমাকে জানালে আমি আমাদের অভিভাবক নারায়ণগঞ্জ-৪ সংসদ সদস্য শামীম ওসমানের দ্বারস্থ হই। পরে তাঁর (শামীম ওসমানের) হস্তক্ষেপ মাত্র ১ ঘণ্টার মধ্যেই ডিপিডিসি কর্তৃপক্ষ শ্রমিক কলোনিতে বিদ্যুৎ দিয়ে এ দুর্ভোগের সমাধান করে দেন।
এ বিষয়ে ডিপিধডিসি’র কিল্লালপুল অফিসের নির্বাহী প্রকৌশলী গোলাম মোর্শেদ বলেন, করোনা পরিস্থিতিতে মানবিক কারণে অস্থায়ীভাবে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। মিলটি বন্ধ রয়েছে। তবুও স্থানীয় কাউন্সিলর ও সংসদ সদস্যের সুপারিশে ইব্রাহিম টেক্সটাইল মিলের শ্রমিক কলোনিতে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, সংযোগ পাওয়া পরিবার যথারীতি বিদ্যুৎ বিলও পরিশোধ কররেন।
বিডি প্রতিদিন/ফারজানা