নোয়াখালীর চাটখিল উপজেলার হালিমা দীঘির পাড় এলাকায় পিকআপে চড়ে তাবলীগ জামাত থেকে ফেরা ১৯ জনকে আটক করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠিয়েছে পুলিশ।
চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে শেরপুর জেলা থেকে তাবলীগের চিল্লা শেষে পিকআপ ভ্যানে করে আসা ১৯ জনকে হালিমা দিঘীর পাড়ে আটক করে পুলিশ। পরে তাদেরকে চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নমুনা সংগ্রহ করে চাটখিল পিজি সরকারি উচ্চ বিদ্যালয়ে স্থাপিত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা