মাগুরায় শিশু সিয়ামকে নির্মমভাবে পিটিয়ে আহতের ঘটনায় থানায় মামলা করার অপরাধে এবার তার বাবা ইউসুফ সিকদার মারপিটের শিকার হয়েছেন। আসামি রকিবুল সর্দারের তিন ভাই মঙ্গলবার রাতে ইউসুফ শিকদারের বাড়ি গিয়ে চড়, থাপ্পড়, লাথি মেরে তাকে গলা টিপে শ্বাসরোধ করার চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে। এসময় তারা মামলা তুলে না নিলে ইউসুফ শিকদারকে মেরে হাত-পা ভেঙ্গে পঙ্গু করার পাশাপাশি তার বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ।
জানা যায়, মাগুরা সদর উপজেলার বিলআকছি গ্রামের ইউসুফ শিকদারের আট বছরের মাদ্রাসা পড়ুয়া শিশুপুত্র সিয়ামকে গত রবিবার বিকেলে বাড়িতে ডেকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে একশ’ টাকা চুরির অপবাদ দিয়ে লোহার পাইপ দিয়ে নির্মমভাবে পিটিয়ে জখম করে প্রতিবেশী রফি উদ্দিন সর্দারের পুত্র রকিবুল সর্দার (৩০)। এ ঘটনায় সদর থানা পুলিশ ওইদিন রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত রকিবুলকে আটক করে। পরদিন এ ঘটনায় সিয়ামের বাবা ইউসুফ শিকদার রকিবুলকে আসামি করে সদর থানায় মামলা করেন। শিশু নির্যাতনের ঘটনায় দায়েকৃত ওই মামলায় রকিবুল বর্তমানে জেল হাজতে রয়েছে।
ইউসুফ শিকদার মোবাইল ফোনে অভিযোগ করেন, মঙ্গলবার রাত ৮ টার দিকে সিয়ামকে মারপিটকারী রকিবুলের তিন ভাই শহীদ সর্দার, টোকন সর্দার ও খোকন সর্দার তার বাড়িতে আসে। তারা রকিবুলের বিরুদ্ধে মামলা করার অপরাধে তিনজনে মিলে তার উপরে চড়াও হয়ে চড়, থাপ্পড়, লাথি মেরে গলা টিপে শ্বাসরোধ করার চেষ্টা করে। এ সময় তার বৃদ্ধ পিতা মোকারম শিকদার ঠেকাতে আসলে তারা তাকেও লাঞ্ছিত করে। পরে তার চিৎকার শুনে প্রতিবেশিরা এগিয়ে এসে তাদের হাত থেকে তাকে রক্ষা করেন।
সদর থানার ওসি ( অপারেশনস) সাইদুর রহমান জানান, ইউসুফ সিকদার বিষয়টি তাদের জানানোর সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। সত্যতা পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল