নেত্রকোনার মোহনগঞ্জে দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করার পর আদালতে সোপর্দ করেছে পুলিশ। বুধবার পৌর এলাকার টেংগাপাড়া থেকে ৪৫ পিস ইয়াবাসহ হাতে নাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার তেতুলিয়া (পশ্চিম পাড়া) গ্রামের বজলুর রহমানের ছেলে ফয়সাল (২৭) ও ধুলিয়া গ্রামের পুতুল মিয়ার ছেলে তৌকির আহমেদ ওরফে ত্বকী।
এরা দু’জনই এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী বলে পুলিশের দাবি।
দীর্ঘদিন ধরেই তারা বিভিন্ন কৌশলে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল।
মোহনগঞ্জ পৌশহরের টেংগাপাড়া থেকে বুধবার গোপন খবরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
মোহনগঞ্জ থানার এসআই সোহেল রানা জানান, ফয়সাল ও ত্বকী দীর্ঘদিন ধরেই কৌশলে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল। পাল্টা কৌশল অবলম্বন করেই তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল