কিশোরগঞ্জের বাজিতপুরে রাজা ভূইয়া (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মধ্য গজারিয়া গ্রামের রাজা ভূইয়ার লাশ বুধবার ভোরে স্থানীয় লোকজন বাড়ির পাশের একটি ছোট নিম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। আলামত হিসেবে পুলিশ একটি কুড়াল জব্দ করেছে।
বিডি প্রতিদিন/আল আমীন