বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম মো. সিরাজের পক্ষ থেকে দলের নির্যাতিত ও অসহায় কর্মীদের মাঝে আর্থিক অনুদান প্রদান কর্মসূচি অব্যাহত রয়েছে।
তৃতীয় দিন বুধবার জেলা বিএনপি কার্যালয়ে বগুড়া-৬ (সদর ) নির্বাচনী এলাকার কর্মীদের হাতে নগদ অর্থ প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্র নেতা সহিদ উন নবী সালাম, মনিরুজ্জামান মনি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, আব্দুর রউফ, এমপি সিরাজের ব্যক্তিগত সহকারী সাইদুল ইসলাম।
বিএনপি নেতাকর্মীরা জানান, এ কর্মসূচি অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/আরাফাত