করোনা মহামারীর কারণে কুমিল্লার সদর উপজেলার চাঁনপুর এলাকায় নিম্ন-মধ্যবিত্ত, কর্মহীন পরিবারের মাঝে বিভিন্ন সবজি বিতরণ করা হয়েছে। বুধবার সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের চাঁনপুর গ্রামে সামাজিক দূরত্ব নিশ্চিত করে বিভিন্ন প্রকারের সবজি প্রদান করে হাজী পেয়ার আহম্মেদ ফাউন্ডেশন ।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবুল বাশার, উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম জুয়েল, হাজী পেয়ার আহম্মেদ ফাউন্ডেশনের সভাপতি হাজী জাহাঙ্গীর আহম্মেদ, হাজী পেয়ার আহম্মেদ, মো. রাজু মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/আল আমীন