দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাশে দাঁড়াও’এর উদ্যোগে চালু হয়েছে মাসব্যাপী ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস ও চিকিৎসা পরামর্শ হটলাইন।
কর্মহীন দুস্থ অসহায় মানুষদের কথা চিন্তা করে সেচ্ছাসেবী সংগঠন ‘পাশে দাঁড়াও’ চিরিরবন্দর উপজেলার ১২টি ইউনিয়নের আগামী ১ মাসের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস প্রদান করছেন। গত মঙ্গলবার বিকালে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আজমল হক এই সার্ভিস কার্যক্রম উদ্বোধন করেন।
ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধন করার পর ডা. আজমল হক বলেন, করোনা ভাইরাসের প্রভাব কতদিন স্থায়ী থাকবে সেটা কারোই জানা নেই, তাই সেচ্ছাসেবী সংগঠন ‘পাশে দাঁড়াও’ এর ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস একটি মহতি উদ্যোগ।
পাশে দাঁড়াও সংগঠনের প্রধান উপদেষ্টা চিরিরবন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু বলেন, উপজেলার ১২টি ইউনিয়নের কর্মহীন দুস্থ অসহায় মানুষদের কথা চিন্তা করে একমাসের জন্য স্বেচ্ছায় এবং বিনামূল্যে এ অ্যাম্বুলেন্স সার্ভিস চালু থাকবে। পাশাপাশি সমাজের বিত্তবান মানুষদের অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করছি।
পাশে দাঁড়াও এর আহব্বায়ক সাংবাদিক মাহাফুজুল ইসলাম আসাদ বলেন, করোনায় চিরিরবন্দর উপজেলার তৃণমূল পর্যায়ের মানুষদের চিকিৎসাসেবা নিশ্চিতের লক্ষ্যে আগামী এক মাস বিনামূল্যে এ অ্যাম্বুলেন্স সার্ভিস ও ঘরে বসেই মোবাইল ফোনে চিকিৎসা পরামর্শের জন্য হেল্প লাইন সার্ভিসের ব্যবস্থা করেছি। এই দুর্যোগপূর্ণ সময়ে মানুষের পাশে দাঁড়াতেই এরকম কার্যক্রম।
বিডি প্রতিদিন/এ মজুমদার