নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা-জাহাজমারা প্রধান সড়কে চৌমুহনী খাদ্য গুদামের কাছে বুধবার সকালে এক সড়ক দুর্ঘটনায় মো. আব্দুল হালিম সবুজ নামে এক কলেজ প্রভাষক নিহত ও তিন জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়েরের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনাটির সত্যতা স্বীকার করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার