কুড়িগ্রামে করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিতে জেলা পুলিশ ও স্থানীয় প্রশাসন প্রতিদিন টহল জোরদার রেখেছে। কিন্তু এরপরও জেলাসদরসহ বাইরের উপজেলাগুলোতে টিসিবির স্বল্পমূল্যের পণ্য কিনতে আসা মানুষজন সামাজিক দূরত্ব মানছে না। ফলে করোনা ঝুঁকিতে রয়েছেন এ জেলার অধিকাংশ মানুষ।
সপ্তাহের একদিন পরপর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলাসদরের ৩টি পয়েন্টে দেয়া হচ্ছে নিত্যপ্রয়োজনীয় পণ্য।আর এসব পণ্য বাজারের চেয়ে স্বল্পমূল্যের হওয়ার কারনে প্রতিদিন প্রচন্ড ভিড়ে ঠেসাঠেসি করে পণ্য কিনতে আসছেন মানুষজন।
পণ্য কিনতে আসা রীনা খাতুন জানান, করোনা কিভাবে ধরবে। আমরাতো লাইন ধরে দাঁড়িয়ে কিনছি। করোনা ভাইরাসের আক্রান্তের কথা চিন্তা না করে সামাজিক দূরত্বও মানছেন না এসব মানুষ।
ডিলার জিয়া হক জানান, আমরা ৩ ফুট দূরত্ব বজায় রাখতে চেষ্টা করছি। কিন্তু কেউ তা শুনে না। ফলে এ পণ্য সরবরাহ করা এখন কঠিন হয়ে পড়েছে বলে জানান টিসিবি পণ্য বিক্রি করতে আসা এ ডিলার।
বিডি প্রতিদিন/এ মজুমদার