নাটোরের সিংড়ায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বুধবার বিকালে উপজেলার রামানন্দ খাজুরা, ছাতারদিঘী ও সুকাশ ইউনিয়নের বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়।
কৃষি বিভাগ জানিয়েছে, এ সময় ১৫০০-১৮০০ হেক্টর জমির ধানের ২৫-৩০% নষ্ট হয়েছে। রামানন্দ খাজুরা ইউনিয়ন এর ধানের ৫০% ক্ষতি হয়েছে।
এদিকে, শিলাবৃষ্টিতে সিংড়া উপজেলার বেলতা, পাঁচপাকিয়া, মালকুড়, থেলকুড়, কুচাইকুরি এলাকায় সবচেয়ে বেশি ধানের ক্ষতি হয়। শিলাবৃষ্টির কারণে মাটির সঙ্গে নুইয়ে পড়েছে উঠতি ফসল গম, মসুর, ভুট্টা, পিয়াজ, রসুন, ধানসহ বিভিন্ন ফসল ও সবজি।
ঝরে পড়েছে সজনে ও গুটি আম। কোনো কোনো বাগানে আম গাছের ডালপালাও ভেঙে পড়েছে।
অন্যদিকে, ফসলের পাশাপাশি কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। ঘরের দেয়াল ভেঙে গেছে, উড়ে গেছে ছাউনি। বিশেষ করে শতাধিক বাড়ির টিন নষ্ট হয়ে গেছে।
বিকল হঠাৎ শুরু হওয়া এ শিলা বৃষ্টি ২০/৩০ মিনিট স্থায়ী ছিল।
বিডি প্রতিদিন/আরাফাত