গাইবান্ধা সদর, গোবিন্দগঞ্জ ও ফুলছড়ি উপজেলায় বুধবার দুপুরে তিনজন কৃষকের বজ্রপাতে মৃত্যু হয়েছে। এরা হলেন, গাইবান্ধার সদরের মোল্লারচর ইউনিয়নের চিথুলিয়া গ্রমের কৃষক হাসমত আলী (৬০), গোবিন্দগঞ্জের দরবস্ত ইউনিয়নের তালুক রহিমপুর গ্রামের কৃষক জাদু মিয়া (৩০) ও ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের পূর্ব আলগার চরের কৃষক আনছার আলী (৫৫)।
মোল্লারচরের কৃষক হাসমত আলী পাট ক্ষেতে কাজ করার সময়, তালুক রহিমপুরের জাদু মিয়া ধানের জমিতে কর্মরত অবস্থায় এবং পূর্ব আলগার চরের কৃষক আনছার আলী মাঠে গরু চরানোর সময় বৃষ্টিপাতের সাথে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান বলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার