চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামে করোনা উপসর্গ নিয়ে ৪৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। কয়েক দিন থেকে তিনি জ্বর, কাশি ও সর্দিতে আক্রান্ত ছিলেন। বুধবার রাতে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। এ ঘটনায় মৃতের বাড়ির আশপাশের পাঁচটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, বুধবার রাতেই নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ বৃহস্পতিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত ল্যাবে সংগৃহীত নমুনা পাঠানো হবে।
জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম জানান, ওই নারীর সংস্পর্শে আসা সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা