রাস্তার জায়গা নিয়ে কুমিল্লার দাউদকান্দিতে প্রতিপক্ষের উপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার বিকালে দাউদকান্দির জিংলাতলী গ্রামে এই ঘটনা ঘটে। এতে পাঁচজন আহত হয়।
স্থানীয় সূত্র জানায়, গ্রামের হরিলাল বৈদ্য ও দ্বিগেন্দ্র বৈদ্যের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির রাস্তা নিয়ে বিরোধ চলে আসছে।
গ্রামের ইউপি সদস্য লকডাউন উঠে গেলে মিমাংসা করে দিবেন বলে জানান। এর মধ্যে বুধবার বিকালে দ্বিগেন্দ্র বৈদ্য ১২/১৩ জন নিয়ে হরিনাথ বৈদ্যের পরিবারের উপর হামলা চালায়। এতে দায়ের কোপে হরিনাথ বৈদ্যের মাথা কেটে যায়। আহত হয় তার পরিবারের আরো চার সদস্য। এনিয়ে গৌরিপুর তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়ের করা হয়েছে।
দাউদকান্দি থানার ওসি জানান, তদন্ত করে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার