প্রানঘাতি করোনার কড়াল থাবায় আক্রান্ত গোটা বিশ্ব। ভয়ঙ্কর করোনার থাবা থেকে বাদ পড়েনি বাংলাদেশও। পৃথিবীর এই ক্রান্তিলগ্নে গৃহবন্দী হয়ে পড়েছে বেশির ভাগ মানুষ। বন্ধ অফিস-আদালতসহ বন্ধ দৈনন্দিন কর্মকাণ্ড।
তবে দূর্যোগ মোকাবেলা ও খাদ্য সংকট নিরসনে দু'হাত যেন বাড়িয়ে দিয়েছে প্রকৃতি। মাটি বেধ করে কৃষকের মাঠে হেসে উঠেছে রবি শস্য। এবার দেশে বোরো ধানের বাম্পার ফলন হলেও ধান কাটা নিয়ে বিপাকে পড়েছে নরসিংদীর কৃষক। কারণ শ্রমিকের সঙ্কট। তাই কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় কৃষকের পাশে দাঁড়িয়েছেন নরসিংদী জেলা ছাত্রলীগ। নরসিংদী জেলা ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি হাসিবুল হাসান মিন্টু'র নেতৃত্বে ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে। সদর উপজেলার ধামের ভাওলা হারুন মিয়ার জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেন। ওই সময় ধান মারাই কাজেও ছাত্রলীগ সহায়তা করবে বলে আশ্বাস প্রদান করেন।
নরসিংদী জেলা ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি হাসিবুল হাসান মিন্টু বলেন,করোনাভাইরাসের কারণে কৃষকরা ধান কাটার শ্রমিক পাচ্ছিল না। বিষয়টি আমাদের নজরে আসে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা ছিল কৃষকের পাশে দাঁড়ানোর। তখন আমরা তাৎক্ষনিক ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী গিয়ে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দেই। এতে কৃষক হারুন মিয়ার মুখে আমরা তৃপ্তির হাঁসি দেখেছি।
তিনি আরও বলেন, জেলা ছাত্রলীগের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, নরসিংদীর ৫টি উপজেলাসহ প্রতিটি ইউনিয়নের সকল ছাত্রলীগ নেতারা কয়েকটি ভাগে বিভক্ত হয়ে কৃষকদের ধান কেটে বাড়ি পৌঁছে দিবো।
ধান কাটার সময় উপস্থিত ছিলেন নরসিংদী শহর ছাত্রলীগের সভাপতি রাজিব সরকার, সদর থানা ছাত্রলীগ সভাপতি সারোয়ার হোসেন ফয়সাল, সাধারণ সম্পাদক শেখ শামীম, মাধবদী থানা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা অপূর্ব, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শাহীন, নরসিংদী সরকারী কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি শিব্বির আহম্মেদ শিবলীসহ নরসিংদী জেলার ছাত্রলীগের নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ