গাজীপুরে পুলিশ, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিকসহ সর্বশেষ ৩১৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আজ বৃহস্পতিবার গাজীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সর্বশেষ গাজীপুর জেলায় নতুন করে ৪৮ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে গাজীপুর সদর উপজেলায় ২৪ জন, কালীগঞ্জ উপজেলায় ১৪ জন, কালিয়াকৈরে ৪ জন, শ্রীপুরে ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে গাজীপুর সদরে ১০৯ জন, কালীগঞ্জ উপজেলায় ৮৯ জন, কাপাসিয়া উপজেলায় ৭০ জন, কালিয়াকৈর উপজেলায় ২৯ জন এবং শ্রীপুর উপজেলায় ২০ জনের করোনা পজিটিভ হয়েছে। এর আগে ছিল ২৬৯ জন। মাঝে দুইদিন কোন তথ্য পাওয়া যায় নি। গত ১৯ এপ্রিল ও ২০ এপ্রিল পাঠানো নমুনার ভিত্তিতে রিপোর্ট পাওয়া গেছে জানা গেছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দুইজন।
এদিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য ডেডিকেটিভ হাসপাতাল ঘোষণা করা হয়েছে।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: মো: খলিলুর রহমান জানান, আজ বৃহস্পতিবার থেকে করোনোভাইরাসে আক্রান্ত রোগীদের এ হাসপাতালে ভর্তি শুরু হয়েছে। গত বৃহস্পতিবার এ হাসপাতালকে কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়।
জেলাকে লকডাউন করার পর থেকে প্রশাসন ও পুলিশ সহ অন্যান্য আইনশৃংখলা বাহিনীর সদস্যরা মানুষকে সচেতন করার জন্য কাজ করে যাচ্ছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার