মাহে রমজান আসতে না আসতেই মহামারি করোনা পরিস্থিতিতে কর্মহীনদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পাথরঘাটা পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও বিএফডিসি মৎস্য বাজারঘাট শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান সোহেল ৫শ কর্মহীনদের মাঝে এসব বিতরণ করেন।
ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে, ১ কেজি মুড়ি, ২ কেজি ছোলা, ২ কেজি চিনি, ১ কেজি চিড়া, একটি রুহ আফজা, ২ কেজি খেজুর। মোস্তাফিজুর রহমান সোহেল বলেন, করোনা সংক্রমন থেকে এড়াতে মানুষ গৃহবন্দি হয়ে পড়ায় কর্মহীন হয়ে পড়েছে। আসন্ন রমজানের জন্য আমার সাধ্যের মতে তাদের মাঝে ইতফার সামগ্রী দিয়েছি।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ