করোনা মোকাবিলায় ঢাকার ধামরাইয়ের সুয়াপুরে কর্মহীন দিনমজুর ও দরিদ্র ১৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সুয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান সোহরাব।
এসব খাদ্যসামগ্রী সরকারি ও নিজ অর্থ এবং জেলা পুলিশের পক্ষ থেকে পাওয়া বলে জানিয়েছেন ওই চেয়ারম্যান। তিনি বৃহস্পতিবার সকালে পঞ্চমবারের মত ওই ইউনিয়ন পরিষদ মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্যসমাগ্রী বিতরণ করেছেন।
চেয়ারম্যান হাফিজুর রহমান সোহরাব বাংলাদেশ প্রতিদিনকে জানান, করোনাভাইরাসে কারনে তার এলাকায় রিকশা ভ্যান চালক ও দিন মজুররা কর্মহীন হয়ে পড়েছে। তারা যেন ঘরে থেকে খাদ্যের অভাবে কষ্ট না করে সেজন্য তাদের মাঝে তিনি ওইসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
তিনি আরও বলেন, তার ইউনিয়নের কোন মানুষ না খেয়ে থাকবে না। এসময় তিনি সরকারের পাশাপাশি সকল বিত্তবানদের এসব দুস্থদের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ