করোনাভাইরাস আতঙ্কের পর কক্সবাজার জেলা লকডাউন করেছে জেলা প্রশাসন। তবে এলাকার মানুষকে সচেতন করতে কাজ করা এমন মাঠ পর্যায়ের ২৪ জন সংবাদকর্মী ও ৬ জন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ ৩০ জনের বাড়িতে ব্যক্তিগত (সম্মানী ভাতা) থেকে ইফতার সামগ্রী পৌঁছে দিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম।
গতকাল বুধবার বিকালের দিকে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। প্রতিটি পরিবারকে ২ কেজি ছোলা, ২ কেজি আলু, ২ কেজি চিনি, ২ কেজি মুড়ি, ১ কেজি পিয়াজ, ১ কেজি খেজুর, ১ লিটার তেল, একটি দুধের প্যাকেট ও একটি ট্যাঙ্ক দেওয়া হয়েছে ।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, করোনাভাইরাস আতঙ্কের পর থেকে উপজেলার কিছু সংবাদকর্মী জীবনের ঝুঁকি নিয়ে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করে আসছেন। সেরকম ২৪ জন সংবাদকর্মী ও একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬ জন শিক্ষককে ইফতার সামগ্রী দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমার ব্যক্তিগত ( সম্মানী ভাতা) থেকে নিজ উদ্যোগে মাঠ পর্যায়ে জীবনের ঝুঁকি নিয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করে পাঠকের কাছে খবর পৌঁছে দেওয়ার জন্য কাজ করা এমন ২৪ জন সংবাদকর্মী এবং বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত বেহাল দশায় একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬ জন শিক্ষককে সামান্য পরিমাণ সহযোগিতা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ