প্রধানমন্ত্রী ও বাংলাদেশ ছাত্রলীগের দিক নির্দেশনায় কৃষকের পাশে দাঁড়িয়েছে সোনারগাঁও উপজেলা ছাত্রলীগ।
বৃস্পতিবার সকালে সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদের নেতৃত্বে উপজেলার জামপুর ইউনিয়নের কলতাপাড়া এলাকায় কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী। এসময় ধান মাড়াই কাজেও ছাত্রলীগের নেতাকর্মীরা সহায়তা করেন।
সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রাসেল মাহমুদ বলেন, করোনাভাইরাসের কারণে কৃষকরা ধান কাটার শ্রমিক পাচ্ছিল না। বিষয়টি আমাদের নজরে আসে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা ছিল কৃষকের পাশে দাঁড়ানোর। আমরা ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী গিয়ে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দেই।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন