লালমনিরহাটে করোনাক্রান্তিতে সরকারি বিপণন সংস্থা ‘ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বিক্রয় সামগ্রীর চাহিদা বেড়েছে। নিম্নআয়ের পাশাপাশি করোনাকালে বেকায়দায় থাকা মধ্য আয়ের মানুষরাও এখন টিসিবির পণ্য সামগ্রী কিনতে ভিড় করছেন। তবে ক্রেতাদের চাহিদা ও উপস্থিতির তুলনায় সরবরাহ্ কম থাকায় পণ্য দিতে হিমশিম খাচ্ছেন বিক্রেতারা।
জেলা মার্কেটিং কর্মকর্তা আব্দুর রহিম জানান, ৯টি পয়েন্টে পণ্য বিক্রি করা হলেও মানুষের চাহিদা বেশী থাকায় সামাল দেয়া যাচ্ছে না। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি রমজানে এই জেলায় আরও কয়েকটি পয়েন্টে শিগগিরই টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হবে।
গত কয়েকদিন থেকেই বিক্রয় পয়েন্টগুলোতে সামাজিক দূরত্ব বজায় না রেখেই মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবারও দেখা গেছে একই চিত্র।
জেলার বিভিন্ন স্থানে চিনি, ডাল, তেল, বুট (ছোলা) ও খেজুর বিক্রি শুরু করেছে টিসিবি। খোলাবাজারে ট্রাকে করে বিক্রি করা এসব খাদ্যপণ্য স্বল্পমূল্যে পেতে ভিড় করছেন শত শত নারী-পুরুষ। প্রতিটি স্থানে নিম্নআয়ের মানুষের তুলনায় মধ্য আয়ের মানুষের সংখ্যা বেশি দেখা গেছে।
সকাল থেকে শহরের রেল মার্কেট, কালিবাড়ি বাজার, মিশনমোড়, নওয়ারহাটসহ জেলার ৫টি উপজেলার বিভিন্ন পয়েন্টে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। রমজানের প্রয়োজনীয় পণ্য চিনি, ডাল, তেল, বুট (ছোলা) ও খেজুর কিনতে নিম্নআয়ের মানুষের দীর্ঘ লাইনে দেখা গেছে মধ্যআয়ের মানুষেরও ভিড়। তবে পণ্য কিনতে আসা লোকজনের মধ্যে নিরাপদ শারীরিক দূরত্ব নির্ধারণে চিন্তা থাকলেও দাঁড়ানোর ক্ষেত্রে বেশির ভাগ নিয়ম উপেক্ষা করে ভিড় জমান।
ক্রেতারা বলছেন, মহামারী করোনাকালে আর্থিকভাবে কঠিন পরিস্থিতি পার করতে হচ্ছে। সাথে পবিত্র মাহে রমজান আসন্ন হওয়ায় ন্যায্যমূল্যের খাদ্য পণ্যেরও চাহিদা রয়েছে। একারণে রমজান শুরুর পূর্বেই নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ক্রয় করতে সামর্থ্য অনুযায়ী সবাই চেষ্টা করছেন।
টিসিবি থেকে বিক্রি করা ১ কেজি মসুর ডাল ৫০ টাকা, ১ কেজি চিনি ৫০ টাকা, ১ লিটার সয়াবিন তেল ৮০ টাকা, ১ কেজি ছোলা ৬০ টাকা এবং খেজুর ১ কেজি ১২০ টাকা। এসব পণ্যের মধ্যে দ্রুত সময়ে শেষ হচ্ছে মসুর ডাল ও খেজুর। এর চাহিদা বেশি হওয়ায় মসুর ডাল ও খেজুর সহজেই মিলছে না ক্রেতাদের। বাজার মূল্যের চেয়ে টিসিবির পণ্যের দাম কম হওয়াতে দীর্ঘ সময় লাইনে থেকেও বরাদ্দ কম থাকায় সবার কপালে মিলছে ডাল ও খেজুর।
টিসিবি রংপুর আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, লালমনিরহাট জেলার দুটি পৌরসভাসহ ৯টি পয়েন্টে ট্রাকে করে ডিলারদের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। শুক্রবার ছাড়া প্রতিদিন একেক জন ডিলার ৭৫ কেজি মসুর ডাল, ২০ কেজি খেজুর, ৫০০ কেজি চিনি, ২৫০ কেজি বুট ও ৫০০ লিটার ভোজ্যতেল বিক্রি করছেন।
সেনা মৈত্রী বাজারের পাইকারি দোকানগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, বাজারে প্রতি কেজি চিনি খুচরা বিক্রি হচ্ছে ৭০ টাকা, প্রতি কেজি মসুর ডাল প্রকারভেদ ৭০ থেকে ৮০ টাকা এবং দেশি মসুর ডাল ১২০ টাকা, প্রতি লিটার সয়াবিন তেল ১০৫ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে টিসিবির পণ্যবাহী ট্রাকে প্রতি কেজি চিনি ৫০ টাকা, মসুর ডাল ৫০ টাকা, বুট ৬০ টাকা, খেজুর ৮০ টাকা এবং প্রতি লিটার সয়াবিন তেল ৮০ টাকায় বিক্রি করছে।
এ ব্যাপারে টিসিবি রংপুর আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা সুজাউদ্দৌলা জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে লালমনিরহাটের ৫টি উপজেলার পয়েন্টে ৯টি একটি করে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলার নির্বাহী কর্মকর্তার সহায়তায় ডিলারদের মাধ্যমে টিসিবির পণ্য সরবরাহ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম