মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, জিওসি ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সিলেট এরিয়া বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ পরিদর্শন করেছেন।
তিনি এসময় সুনামগঞ্জ জেলায় প্রস্তাবিত কোয়ারেন্টাইন সেন্টার ‘দক্ষিণ সুনামগঞ্জ মডেল স্বাস্থ্য কমপ্লেক্স’ এবং সেনাবাহিনী মাঠ পর্যায়ে কার্যক্রম পরিদর্শন করেন। পাশাপাশি তিনি দক্ষিণ সুনামগঞ্জ, সুনামগঞ্জ সদর ও জগন্নাথপুর উপজেলায় সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জিওসি মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন সামাজিক দূরত্ব রক্ষার পাশাপাশি বেসামরিক প্রশাসনকে করোনা মোকাবেলায় সহায়তার জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জন প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত