সাতক্ষীরায় করোনাভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত অসহায় দুঃস্থ, ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা'র উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ। তার পক্ষে একটি প্রতিনিধি দল গত ২৮ মার্চ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান-মেম্বার ও স্থানীয় গণমান্য ব্যক্তিদের সমন্বয়ে এই ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহতভাবে চালিয়ে আসছে।
সাতক্ষীরা জেলার দেবহাটা, আশাসুনি ও কালিগঞ্জ উপজেলার প্রায় ১০ হাজার পরিবারের মাঝে চাল, ডাল, আলু ও তেলসহ এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে আজ ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিন। এসময় চেয়ারম্যান, মেম্বরসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ এক ক্ষুদে বার্তায় জানান, করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রথম থেকেই কাজ করে যাচ্ছি। আগামীতেও এমন ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/ফারজানা