কিশোরগঞ্জের বাজিতপুরে একটি গাড়ির ধাক্কায় দুই বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- বাজিতপুর উপজেলার মিরাকান্দি গ্রামের ফুরকান মিয়ার ছেলে বায়েজীদ (৮) ও একই গ্রামের আউয়াল মিয়ার ছেলে নাদিম (১৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বায়েজীদ ও নাদিম একটি বাইসাইকেলে করে স্থানীয় বাজারে যাচ্ছিল। তারা উজানচর-সরারচর সড়কের সুলতানপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি বাইসাইকলেটিকে চাপা দেয়। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে বাজিতপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।
পুলিশ জিপ গাড়িটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
বিডি প্রতিদিন/আরাফাত