মাগুরা সদরের চাউলিয়া ইউপির সাহাজিরকান্দি গ্রামে বৃহস্পতিবার সকালে এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি ৫শ প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। করোনার প্রভাবে বেকার হয়ে পড়া ও দুস্থ পরিবারের সদস্যদের মাঝে দেওয়া হয়।
চাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজার রহমান জানান, সমাজসেবক আশরাফুজ্জামান হিসাম এলাকার কর্মহীন ৫শ দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রীর ব্যবস্থা করেন।
বিতরণকালে উপস্থিত ছিলেন চাউলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, গোলাম ছরোয়ার হোসেন বাচ্চু। সংসদ সদস্য সাইফ্জ্জুামান শিখর ব্যক্তি উদ্যোগকে স্বাগত জানিয়ে সামর্থ থাকা অন্যদেরও এগিয়ে আসার আহবান জানান। এ সময় এমপি ইউনিয়নে কর্মরত স্বাস্থ্য কর্মী ও পল্লী চিকিৎসকদের নিজস্ব ব্যবস্থাপনায় পিপিই বিতরণ করেন।
বিডি প্রতিদিন/আল আমীন