করোনা পরিস্থিতিতে সৃষ্ট দুর্দশায় একটু স্বস্তির পরশ দিতে শারীরিকভাবে অক্ষম এবং কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ঝিনাইদহ জেলা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ শহরের হামদহ ট্রাক টার্মিনালে সামাজিক দূরত্ব বজায় রেখে এই খাদ্য বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দাউদ হোসেন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাগর।
বিডি প্রতিদিন/আল আমীন