বাগেরহাটের মোংলা ও রামপাল উপজেলায় করোনায় কর্মহীন হয়ে খাদ্য সংকটে পড়া ২ হাজার ১৩৬টি অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. শেখ ফরিদুল ইসলাম।
এই বিএনপি নেতা তার ব্যক্তিগত উদ্যোগে আজ দুপুরে মোংলা পৌরসভার মামার ঘাট এলাকায় দরিদ্র পথচারীদের মাঝে ও পৌর এলাকার ৯টি ওয়ার্ডের অসহায় মানুষের ঘরে ঘরে এ খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। মোংলা পৌর এলাকার ১৬১টি পরিবার ও উপজেলার ৬টি ইউনিয়নের ৫৭৫টি পরিবারের মাঝে এ ত্রাণ সহায়তা দেয়া হয়। একই দিন রামপাল উপজেলার ১০টি ইউনিয়নের ১৪০০ পরিবারকেও ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।
বিএনপি নেতা ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলমত নির্বিশেষে করোনায় কর্মহীন হয়ে খাদ্য সংকটে পড়া মোংলা-রামপালের অসহায় মানুষের মাঝে আমার ব্যক্তিগত পক্ষ থেকে খাদ্য ও অর্থ সহায়তা প্রদান অব্যাহত রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন