কুষ্টিয়ার ভেড়ামারায় করোনাভাইরাস মোকাবিলায় চলমান কর্মসূচিতে প্রাতিষ্ঠানিকভাবে কর্মহীন দুস্থ-অসহায় ৫শ পরিবারকে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এর কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ।
নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির সহায়তায় প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু ও দুটি করে সাবান দেওয়া হয়।
এ সময় নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন