করোনাভাইরাসে কারণে লকডাউনে থাকা বগুড়া শহরবাসীর ঘরে ঘরে নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিয়ে যাচ্ছে ডোর টু ডোর শপ। জেলা পুলিশের সহযোগিতায় এবং ফেসবুক গ্রুপ করোনা ও বগুড়া পরিস্থিতির স্বেচ্ছাসেবকদের নিয়ে শহরবাসীর ঘরে ঘরে নিত্য-প্রয়োজনীয় দ্রব্যের ভ্যান যাবে প্রতিটি ওয়ার্ডে।
ডোর টু ডোর শপে সাধারণ দামেই শহরবাসী তাদের প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে পারবে। প্রথম দিনে ১৪টি ভ্যানে করে ডোর টু ডোর সশের আনুষ্ঠানিকতা শুরু হয়।
অনুষ্ঠানিকতাকালে ঘরে থাকার আহ্বান জানিয়ে ডোর টু ডোর শপ থেকে প্রয়োজনীয় দ্রব্য ক্রয়ের আহ্বান জানান বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিক, জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, সাংবাদিক রাকিব জুয়েল। এসময় পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, জেলা যুবলীগ, সাংবাদিক ও করোনা পরিস্থিতি ও বগুড়ার স্বেচ্ছাসেবীবৃন্দ উপস্থিত ছিলেন।
বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা জানান, বগুড়ায় সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছে। তারা নানা অযুহাতে বাজারে আসছে। তাদের বাহিরে যেন বের না হতে হয় সে কারণে এই ডোর টু ডোর শপ চালু করা হলো।
সকল মানুষ তার নিত্য-প্রয়োজনীয় দ্রব্য সেখান থেকে যেন ক্রয় করতে পারে সে জন্য স্বেচ্ছাসেবীরা কাজ করবে। এই শপে ভালো ও টাটকা সবজি পাওয়া যাবে। আরও পাওয়া যাবে, মরিচ, ডাল, লবণসহ শুকনা খাবার সামগ্রী। বাজারে যেন সাধারণ মানুষ ভিড় না করে। ভিড় কমাতে স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় এই কাজটি করা হলো।
বিডি প্রতিদিন/আরাফাত