ঠাকুরগাঁওয়ে করোনা প্রতিরোধ ও ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা পর্যায়ে চলমান ত্রাণ কার্যক্রম সুসমন্বয়ের লক্ষ্যে জেলার জনপ্রতিনিধি ও মাঠ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয় ।
জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচীব আবুল মনসুর মো. ফয়েজউল্লাহ। এ সময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, ২ আসনের সংসদ সদস্য জাহেদুল ইসলাম জাহিদ, সিভিল সার্জন মাহফুজার রহমান, পুলিশ সুপার মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মাহাবুবুর রহমান খোকন ও জেলার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা।
মতবিনিময় সভায় করোনা পরিস্থিতি মোকাবিলায় ও ক্ষতিগ্রস্তদের মাঝে চলমান ত্রাণ কার্যক্রম সঠিক ব্যবস্থাপনাসহ নানা দিক নিয়ে মুক্ত আলোচনা করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন