করোনাভাইরাস সংক্রমণ রোধে কচুয়ায় সচেতনতার পাশাপাশি ২য় দফা ত্রাণ বিতরণ কর্মসূচির আওতায় ৪ হাজার ৫শ অসহায় দরিদ্র, নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সচিব মো. গোলাম হোসেন।
বৃহস্পতিবার সকালে ড. মুনসুর উদ্দিন মহিলা কলেজ থেকে ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার হতদরিদ্র পরিবারের মাঝে নিরাপদ দূরত্ব বজায় রেখে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিনি, ছোলা ও তেল।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মো. জোবায়ের হোসেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/আল আমীন