করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে দেশের কর্মহীন অসহায় মানুষ পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। তাই দুর্যোগময় পরিস্থিতিতে কর্মহীন, দুস্থ ও অসহায় প্রায় ১২ শতাধিক পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ জনি।
বৃহস্পতিবার থেকে ফেনী জেলা বিএনপির সার্বিক তত্ত্বাবধানে তিনি তার নির্বাচনী এলাকা ফেনী-৩ (দাগনভূঞা ও সোনাগাজী) আসনের নিম্ন আয়ের অসহায়, ক্ষতিগ্রস্ত গরীব , বিধবা ও দুস্থ মানুষের সাহায্যে খাদ্যসামগ্রী বিতরণ শুরু করেছেন।
প্রথমদিনে দাগনভূঞা উপজেলার প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, আলু, তেল, চিনি, লবন এবং সাবান।
বিএনপি নেতা আবদুল লতিফ জনি জানান, করোনার প্রাদুর্ভাবের কারণে এলাকার দুস্থ ও অসহায় প্রায় ১২ শতাধিক মানুষের মাঝে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। বৃহস্পতিবার তার পক্ষে খাদ্যসামগ্রী বিতরণে অংশ নেন জেলার নেতাকর্মীরা।
আবদুল লতিফ জনি বলেন, খাদ্যসামগ্রী বিতরণের সময় কে কোন দলের সমর্থক সেটা বিবেচ্য নয়। বরং দলমত নির্বিশেষ দুস্থ মানুষের একটি তালিকা তৈরি করে তাদের মাঝে খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছে। কেননা সবার আগে মানবতা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শনাও তাই। মানবতাকেই এখন সকলের অগ্রাধিকার দেওয়া উচিৎ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন