সিরাজগঞ্জের তাড়াশে কৃষি প্রণোদনা ২০১৯-২০ অর্থ বছরে পরিচালনা বাজেটের আওতায় উন্নয়ন সহায়তার মাধ্যমে বৃহস্পতিবার বিকালে ছয়জন কৃষককে ছয়টি ধান কাটার কৃষিযন্ত্র কম্বাইন হার্ভেস্টার হস্তান্তর করা হয়েছে। সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ উপজেলা পরিষদ চত্বরে এ কৃষিযন্ত্র বিতরণ করেন।
কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলা কৃষি কর্মকর্তার ব্যবস্থাপনায় উপজেলার মধ্যে কৃষি কর্মকাণ্ডে পারদর্শী ৬জন কৃষককে কৃষি প্রনোদনায় কম্বাইন হার্ভেস্টার মেশিন হস্তান্তর করা হয়। কৃষি অধিদফতর সরকারি ভর্তুকি প্রদানসহ কম্বাইন হার্ভেস্টার মেশিন বাংলাদেশে অবস্থিত ৩টি কোম্পানীর সাথে চুক্তিবদ্ধ হলে তাড়াশে উপজেলার ৬জন কৃষক ৫০% মূল্যে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে তিনশত টাকার নন জুডিশিয়াল স্টাম্পে চুক্তি করে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফ্ফাত জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা লূৎফুন নাহার লূনা। আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা সহিদ নূর আকবর, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নূর মামুন প্রমুখ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ