ঢাকার ধামরাইয়ে এক প্রান্তিক কৃষকের জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। গত দুইদিন ধরে তারা উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের আটাবই গ্রামের কৃষক আসাদ আলীর জমির ধান কাটেন এবং তা বাড়িতে পৌঁছে দেন।
ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিরের নেতৃত্বে তার বলয়ের ছাত্রলীগ নেতাকর্মীরা পান্তা-কাঁচামরিচ খেয়ে ওই গরীব কৃষকের ধান কেটে দেন।
এসময় ওই ছাত্রলীগ নেতা বলেন, ধামরাইয়ে এখনও পুরোপুরিভাবে ধান কাঁটা শুরু হয়নি। যদি কোনও কৃষক ধান কাটতে শ্রমিক সঙ্কট মনে করেন তাহলে আমরা প্রস্তুত আছি। আমরা যে কোনও কৃষকের ধান কেটে তা ঘরে তুলে দিব।
ভাড়ারিয়া ইউনিয়নের কৃষক আসাদ জানান, দেশে চলমান করোনাভাইরাসের কারণে অনেক স্থানে লকডাউন চলছে। ধামরাইও তার বাইরে নয়। জমির ধান পাঁকার কারনে শ্রমিক সঙ্কটে ভুগছিলাম। কিন্তু ছাত্রলীগের এ নেতাকর্মীরা সংবাদ পেয়ে গত দুইদিন ধরেই আমার জমির ধান কেটে ঘরে তুলে দিলেন। এতে আমি উপকৃত।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ