গাজীপুরের কাপাসিয়ায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিচ্ছেন কাপাসিয়া উপজেলা ও কাপাসিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার কান্দানিয়া গ্রামের শেখ মান্নান হুসেনের তিন বিঘা জমিতে সকাল থেকে বিকেল পর্যন্ত পাকা ধান কাটার কাজ করেন তারা।
কাপাসিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল কাইয়ুম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দেশের এই ক্রান্তিকালে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও কাপাসিয়ার মানবিক নেত্রী বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি আপার নির্দেশে আমরা কাপাসিয়ায় কৃষকদের ধান কেটে দেওয়া শুরু করেছি। কাপাসিয়ার ছাত্রলীগ সবসময় ভালো কাজের সাথে আছে থাকবে ভবিষ্যতেও।
তিনি আরও বলেন, কাপাসিয়ার গণমানুষের অভিভাবক বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি আপা করোনা ভাইরাসের এই দুঃসময়ে সর্বক্ষণ খোঁজ খবর রাখছেন।
কাপাসিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান মামুন বলেন, করোনাভাইরাসের কারণে কৃষকরা অসহায় হয়ে পড়েছেন। ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না। সেজন্য আমাদের এমপি সিমিন হুসেন রিমি আপার নির্দেশে ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকদের পাশে দাঁড়িয়েছেন।
তিনি বলেন, ছাত্রলীগের ১৫ জন নেতাকর্মী ধান কাটা, আঁটি বাঁধা, বাড়ির আঙিনায় পৌঁছে দিচ্ছেন। করোনার কারণে কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হন সেজন্য স্থানীয় সাংসদ সিমিন হুসেন রিমির নির্দেশনায় কাজ করা হচ্ছে। কোনো কৃষক সহায়তা চাইলে আমরা তার পাশে দাঁড়াবো।
কৃষক শেখ মান্নান বলেন, শ্রমিক সঙ্কটের কারণে পাকা ধান কাটতে পারছিলাম না। জমিতে নষ্ট হচ্ছিল পাকা ধান। ছাত্রলীগের নেতাকর্মীরা যেভাবে ধান কাটতে সাহায্য করেছেন তা কখনও ভোলার নয়। এজন্য তিনি স্থানীয় সাংসদ সিমিন হুসেন রিমিকে ধন্যবাদ জানান।
এছাড়াও কাপাসিয়ার টোক এলাকায় শরীফ মমতাজ উদ্দিন কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরাও কৃষকদের ধান কেটে দিচ্ছে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ