করোনা দুর্যোগের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানিয়ে যুক্তরাষ্ট্র পাড়ি দেয়ায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউপি চেয়ারম্যান শাহ আল শফি আনসারীকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরীর স্বাক্ষরিত আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
আদেশে বলা হয়, শাহ আল শফি আনসারী, ইউপি চেয়ারম্যান, ৫নং রহনপুর ইউনিয়ন পরিষদ গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ-কে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সময় এলাকায় অবস্থান না করে বিনা অনুমতিতে যুক্তরাষ্ট্রে গমন করার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের প্রস্তাব মোতাবেক স্থানীয় সরকার বিভাগ ২৩ এপ্রিল ৪২২নং স্মারকের প্রজ্ঞাপনে জনস্বার্থে সাময়িক বরখাস্ত করা হলো।
উক্ত আদেশে আরও বলা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪(৪)(জ) ধারার অপরাধে ওই ইউপি চেয়ারম্যানকে চূড়ান্তভাবে অপসারণ করা হবেনা এ মর্মে জবাবপত্র প্রাপ্তির আগামী ১০ দিনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণের নির্দেশ দেয়া হলো।
এ বিষয়ে জেলা প্রশাসক এজেডএম নূরুল হক বলেন, করোনা দুর্যোগের সময় রহনপুর ইউপি চেয়ারম্যান শাহ আল শফি আনসারী বিনা অনুমতিতে যুক্তরাষ্ট্র যায়। ফলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অবগত করা হয়।
প্রসঙ্গত, গত ১৩ এপ্রিল যথাযথ কর্তৃপক্ষকে না জানিয়ে রহনপুর ইউপি চেয়ারম্যান শাহ আল শফি আনসারী তার পরিবারকে সময় দেয়ার জন্য যুক্তরাষ্ট্র পাড়ি দেন। বিষয়টি অবহিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান গত ১৫ এপ্রিল ৪৩৩নং স্মারকে জেলা প্রশাসককে এক পত্রে অবহিত করেন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ