মাদারীপুরের শিবচরের বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের খাদ্যবান্ধব কর্মসূচির আওতাধীন ১০ টাকার চাল বিতরণে দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছে এলাকাবাসী।
লিখিত অভিযোগ ও অনুসন্ধানে জানা যায়, মৃত ব্যক্তির নামেও রয়েছে খাদ্য বান্ধব কর্মসূচির কার্ড। এছাড়াও প্রকৃত দরিদ্র মানুষকে বাদ দিয়ে ইউনিয়ন পরিষদের সদস্য ইসমাইল হোসেন ফকির ও ডিলার লিটু মুন্সি তার কাছের লোকজনের নামে কার্ড করে চাল উত্তোলন করছেন বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় একাধিক ব্যক্তির দাাব, চাল পাওয়া তো দূরের কথা তাদের নামে কার্ড ইস্যুর বিষয়টিই তারা জানেন না। ফুলজান বেগমের নামে একটি কার্ড ইস্যু করা হয়েছে। অথচ তিনি মারা গেছেন কয়েক বছর আগে। তার নামেও চাল উত্তোলন করা হয়েছে।
এ ব্যাপারে বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাসার বলেন, আগে কার্ড ছিলো। এরপর মারা যাওয়ার পরিপ্রেক্ষিতে আমি আবারো নতুন করে তালিকা সংশোধন করে জমা দিয়েছি।
শিবচর উপজেলা নির্বাহী আাসাদুজ্জামান বলেন, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তালিকায় অনিয়ম হলে তালিকা সংশোধন করা হবে।
বিডি প্রতিদিন/আল আমীন