করোনাভাইরাস প্রতিরোধে একমাস যাবত দেশে অঘোষিত লকডাউন চলছে। কর্মহীন হয়ে পড়েছে সবশ্রেণী পেশার মানুষ। মহামারি করোনা সংকটের এমন বিপদে সিরাজগঞ্জের বেলকুচি-চৌহালী আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক মৎস্য মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস ত্রাণ নিয়ে এলাকায় ছুটে বেড়াচ্ছেন। নিজ হাতে তুলে দিচ্ছেন ত্রাণসামগ্রী।
অন্যদিকে, মহাসংকটে এই আসনের বর্তমান সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল সাধারন মানুষের পাশে নেই। মহাসংকটের মধ্যে তিনি এলাকাতে আসেননি। একমাসের মধ্যে একদিন এলাকায় অবস্থান করে চলে গেছেন।
জানা যায়, ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সরকার মানুষের মধ্যে করোনাভাইরাসের ভয়াবহতা ও মানুষকে সচেতনতা বাড়াতে নির্দেশ দেয়। নির্দেশনার পরই মাঠে নামেন আব্দুল লতিফ বিশ্বাস। ৩০ হাজার লিফলেট ও ১২ হাজার সাবান ও মাস্ক সাধারণ মানুষের মধ্যে বিতরণ করেন। ১১ এপ্রিল থেকে জেলা পরিষদ ও নিজ উদ্যোগে চাল বিতরণ শুরু করেন। ১২ এপ্রিল শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
১৩ এপ্রিল বেলকুচি পৌরসভায়, ১৪ এপ্রিল বেলকুচি সদর ইউনিয়ন, ১৫ এপ্রিল বড়ধুল ইউনিয়ন, ১৬ এপ্রিল চৌহালির সদিয়া ও স্থল ইউনিয়ন, ১৭ এপ্রিল দৌলতপুর, ১৮ এপ্রিল ধুকুরিয়া বেড়া, ১৯ এপ্রিল ভাঙ্গাবাড়ী,২০ এপ্রিল স্থল ও ২১ এপ্রিল রাজাপুর ইউনিয়নের কর্মহীন মানুষের মধ্যে জেলা পরিষদ, রেডক্রিসেন্ট ও ব্যক্তিগত উদ্যোগে নিজ হাতে খাদ্য সহায়তা প্রদান করেন। এছাড়াও প্রতিদিন নিজবাড়ীতে যেসব মানুষ সহায়তার জন্য আসেন প্রত্যেককে নিজের অর্থায়নে ৫ কেজি করে চাল প্রদান করে যাচ্ছেন।
বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউসুফজী খান জানান, জীবনের ঝুঁকি নিয়ে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস মানুষের পাশে থেকে সহায়তা করছেন। তিনি জেলা পরিষদ ও রেডক্রিসেন্ট থেকে বরাদ্দ পাওয়াসহ নিজ হাতে যেসব ত্রাণ সামগ্রী বিতরণ করছেন তা দলের নেতাকর্মীদের সাথে সমন্বয় কাজ করে যাচ্ছেন।
বিডি প্রতিদিন/আল আমীন