লক্ষ্মীপুরে করোনা পরিস্থিতি মোকাবিলা ও মাহে রমজান উপলক্ষ্যে কর্মহীন ২ হাজার পরিবারের মাঝে উপহার সামগ্রী (খাদ্য সহায়তা ও নগদ অর্থ) পৌঁছালো ‘আমরা ক’জন মুজিব সেনা’ নামের একটি সংগঠন। জেলা শহরের মোবারক কলোনী, ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকা, সদরের টুমচর, শাকচর, চরশাহী, দক্ষিন হামছাদী ও দালাল বাজারসহ বিভিন্ন স্থানে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত সংগঠনটির প্রতিষ্ঠাতা ও আওয়ামী লীগ নেতা এ এফ জসীম উদ্দিন আহমদের নিজ জেলায় এসব উপহার সামগ্রী বিতরণ করেন সাবেক ছাত্র নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন ফিরোজ উদ্দিন মাহমুদ, উত্তম কুমার দত্ত, গোলজার মোহাম্মদ, সোহাগ পাটোয়ারী প্রমুখ। এদিকে জেলায় কর্মরত সাংবাদিকদের হ্যান্ড স্যানিটাইজার ও কিছু সুরক্ষা সামগ্রী দেয়ার কথা জানালেন সংগঠনটির প্রতিষ্ঠাতা। এছাড়া পুরো রমজান মাসকে সেবার মাস ঘোষণা করে করোনা মোকাবিলায় উপজেলা ভিত্তিক স্বেচ্ছাসেবী টিম গঠনসহ সেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/আল আমীন