জমি জুড়ে পাকা ধান। উঠবে ফসল। ভরবে গোলা। খুশি আর আনন্দে ভরে উঠবে মন। কিন্তু নরসিংদীর শিবপুরে পাকা ধান দেখে কৃষকের মাথায় দুশ্চিন্তা ভর করেছে। এই দুশ্চিন্তা শ্রমিক সঙ্কটের কারনে। দুশ্চিন্তাকে পেছনে ফেলে কৃষকের মুখে হাসি ফুটাতে পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে নরসিংদী জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে নরসিংদী জেলাকে লকডাউন ঘোষনা করে প্রশাসন। এরই মধ্যে কৃষকের ক্ষেত জুড়ে পাকা ধান দোল খাচ্ছে। সাথে শুরু হয়েছে কালবৈশাখী ঝড়। তাই সঠিক সময়ে ধান ঘরে তুলতে না পাড়লে বিফলে যাবে গেল ৬ মাসের কষ্ট। কিন্তু লকডাউনের ফলে শ্রমিক সঙ্কট দেখা দেয়। ফলে দিশেহারা কৃষক।
এই খবর পেয়ে নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম রিমনের নেতৃত্বে অর্ধশতাধিক ছাত্রলীগ নেতাকর্মী কৃষকের ৩ বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।
ধান কাটায় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা ছাত্রলীগে আহব্বায়ক মোশারফ হোসেন ভুইয়া, নরসিংদী সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি রবিউল আলম একমি, সাধারণ সম্পাদক রাকিব হাসান, মাধবদী শহর ছাত্রলীগের সাধারন সম্পাদক হাফিজুর রহমান সৈকত, শিবপুর পৌরসভা ছাত্রলীগের আহব্বায়ক আসলাম খানসহ জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের প্রায় ৫০ জন নেতাকর্মী।
নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম রিমন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক শ্রমিক সঙ্কট দূর করতে কৃষকের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ। আমরা সারাদিন কৃষকের ধান কেটে তার বাড়িতে পৌঁছে দিয়েছি।
তিনি আরও বলেন, আমরা প্রতিদিন সকল নেতাকর্মীদের সাথে নিয়ে এ ভাবেই কৃষকদের পাশে দাঁড়াব। নরসিংদীর ৬টি উপজেলাসহ প্রতিটি ইউনিয়নের সকল ছাত্রলীগ নেতাকর্মীদের নির্দেশ প্রদান করা হয়েছে কৃষকদের ধান কেটে বাড়ি পৌঁছে দিতে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ