যশোরের চৌগাছায় বজ্রপাতে খলিলুর রহমান (১৬) নামে এক তরুণ নিহত হয়েছেন। তিনি উপজেলার ফুলসারা ইউনিয়নের চান্দা-আফরা গ্রামের শাহিনুর রহমান গাজীর ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে আফরা মোড় এলাকার মাঠের ধানক্ষেতে এই হতাহতের ঘটনা ঘটে। আহত দু’জন হলেন একই গ্রামের আতিয়ার রহমান ও কিনু বিশ্বাস। গুরুতর আহত আতিয়ার রহমানকে টহলরত সেনা সদস্যদের গাড়িতে করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
স্থানীয় ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী জানান, শুক্রবার সকাল থেকে কৃষকরা আফরা মোড়ের মাঠে ধান কাটছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে ওই মাঠে কর্মরত খলিলুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। আহত হন দুইজন। মাঠে কর্মরত অন্যরা আহতদের উদ্ধার করেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসারসহ টহলরত সেনা সদস্যদের একটি টিম সেখানে যায় এবং গুরুতর আহত আতিয়ার রহমানকে সেনা সদস্যদের গাড়িতে করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অপর আহত কিনু বিশ্বাসকে চৌগাছা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম